নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি: বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়িয়ে গিয়েছেন তিনি। প্রতিটি সমনকেই বলেছেন, বেআইনি। এবার ইডি-র আর্জির প্রেক্ষিতে কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ইডি-র এই সমন প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, কেজরিওয়ালজি একবার তো আদালতের সামনে সত্যি কথা বলুন।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "যাঁরা একসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, তাঁরা এখন দুর্নীতির জালে জর্জরিত। পাঁচবার তিনি ইডি-র সমন এড়িয়ে যাওয়ায় এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আদালত তাঁকে ডেকে পাঠিয়েছে। দুর্নীতির এই গম্ভীর অভিযোগ থেকে আর কতদিন পালিয়ে বাঁচবেন কেজরিওয়াল। তাঁকে এবার জবাব দিতেই হবে।"
উল্লেখ্য, বার বার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়ানোর কারণ জানাতে এ বার আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হয়ে এ বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা।