নয়াদিল্লি, ১৪ মে : স্বাতী মালিওয়ালের হেনস্থা কাণ্ডে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এমনটাই জানালেন আম আদমি পার্টি (এএপি )-র সাংসদ সঞ্জয় সিং।
তিনি বলেন, গতকাল একটি ঘটনা ঘটেছে। অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে বিভব কুমার (অরবিন্দ কেজরিওয়ালের পিএ) স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ হয়েছে। স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এটি একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ জানিয়ে ফোন যায় দিল্লি পুলিশের কাছে। পুলিশের দাবি, নিজেকে স্বাতী দাবি করে সোমবার সকালে এই ফোন করা হয়েছিল দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়।