নয়াদিল্লি, ১ এপ্রিল : আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ইডি-র হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় কেজরিওয়ালকে। এদিন কোর্ট রুমে নিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী যা করছেন, তা দেশের পক্ষে ভালো নয়।"
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এদিন রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক কাবেরি বাওয়েজার এজলাসে হাজির করা হয়। কঠোর নিরাপত্তায় তাঁকে আদালতে হাজির করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরবিন্দ কেজরিওয়ালকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ চেয়ে এদিন রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করে ইডি। এজেন্সির পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ইডির পক্ষে আদালতে সওয়াল করেন। এরপরই কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।