Country

2 weeks ago

Excise corruption case : রবিবার যন্তর মন্তরে জনতার আদালতে কেজরিওয়াল

Kejriwal (symbolic picture)
Kejriwal (symbolic picture)

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : আবগারি দুর্নীতি কাণ্ডে মিলেছে জামিন। জামিন মিলতেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু মুখ্যমন্ত্রীর পদে না থাকলেও জনসংযোগ, মানুষের পাশে থাকার কাজটা তিনি চালিয়ে যেতে চান। আর সেই লক্ষ্যে রবিবার দিল্লির যন্তর মন্তরে জনতার আদালতে আম জনতার কথা শুনবেন আম আদমি পার্টি (এএপি)-র প্রধান। এমনটাই জানা গেছে এএপি সূত্রে। উল্লেখ্য, জামিন পাওয়ার পর কেজরিওয়াল এখনও সেভাবে মুখ খোলেননি। এই প্রেক্ষিতে রবিবার কেজরিওয়ালের প্রথম জনতার আদালতের দিকে তাকিয়ে দিল্লিবাসী ও রাজনৈতিক মহল।

You might also like!