Country 5 months ago

কেজরিওয়াল সরকারের উন্নয়ন মডেল প্রতারণা: কংগ্রেস

Kejriwal government's development model fraud: Congress

 

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উন্নয়নের মডেল শুধু ছলচাতুরি বলে অভিযোগ তুলল কংগ্রেস। এই সরকার রাজ্যের জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দিল্লিকে উন্নয়নের গতিতে পিছিয়ে দিয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, কেজরিওয়াল এবং অন্যান্য আম আদমি পার্টি (আপ) নেতারা যে শিক্ষার মডেল থেকে এসেছেন তাও একটি সম্পূর্ণ বায়ু-বাতাস। কংগ্রেস নেতা বলেছিলেন যে দিল্লির আগের কংগ্রেস সরকার শিক্ষা, পরিকাঠামো এবং স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে কেজরিওয়ালের চেয়ে ভাল কাজ করেছিল। দিল্লির আপ সরকার শীলা দীক্ষিত সরকারের ১৫ বছরে অর্জিত অর্জনগুলিকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কেজরিওয়াল দাবি করেছিলেন যে দিল্লি সরকার গত বছরগুলিতে ১০ লক্ষেরও বেশি চাকরি দিয়েছে। তবে তথ্যের অধিকার (আরটিআই) তথ্য অনুসারে, দিল্লি সরকার মাত্র ৪৪০ জনকে সরকারি চাকরি দিতে সক্ষম হয়েছে।

You might also like!