Country

2 weeks ago

CBI corruption case : ৫ সেপ্টেম্বর পর্যন্ত পিছোল কেজরিওয়ালের জামিন-আর্জির শুনানি, সময় পেল সিবিআই

Arvind Kejriwal (symbolic picture)
Arvind Kejriwal (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : আবগারি দুর্নীতিতে সিবিআই-এর মামলায় জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি দিল্লি হাইকোর্টের রায়কেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সিবিআই-এর গ্রেফতারিকে 'বৈধ' আখ্যা দিয়েছিল দিল্লি হাইকোর্ট, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল।

কেজরিওয়ালের এই জোড়া আবেদন নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। কিন্তু, সুপ্রিম কোর্টে আরও সময় চায় সিবিআই। কেজরিওয়ালের একটি আবেদনের জবাব দিতে সিবিআইকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত কেজরিওয়ালের জামিন-আর্জি ও দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

You might also like!