Country

2 weeks ago

Kejriwal assure people of delhi : দিল্লিবাসীকে আশ্বাস কেজরিওয়ালের, বললেন আটকে থাকা কাজ শীঘ্রই শুরু হবে

Arvind Kejriwal (symbolic picture)
Arvind Kejriwal (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : দিল্লিবাসীকে আশ্বাস দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল বলেছেন, "আমি দিল্লির জনগণকে বলতে চাই, চিন্তা করবেন না। আমি এখন এখানে আছি। সমস্ত আটকে থাকা কাজ আবার শুরু হবে এবং মানুষের সমস্যাগুলি সমাধান করা হবে...আমি জেলে থাকাকালীনও অ্যাকশন মোডে ছিলাম।"

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী, এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বৃহস্পতিবার রাস্তার অবস্থা পরিদর্শন করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে পৌঁছন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, "আমি তাঁদের (বিজেপি) সিনিয়র নেতাদের একজনের সঙ্গে দেখা করেছি, আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে গ্রেফতার করে তাঁদের কী লাভ হল? তিনি যা বললেন তা আমাকে হতবাক করে দিয়েছে। তিনি বলেছিলেন, দিল্লি সরকার লাইনচ্যুত হয়েছে, দিল্লি থমকে গিয়েছে। তাঁর উত্তর আমাকে দুঃখিত এবং হতবাক করেছে। তাঁরা কি আমাকে গ্রেফতার করে দিল্লিকে স্তব্ধ করতে চেয়েছিল? দিল্লি সরকারকে লাইনচ্যুত করতে? দিল্লির মানুষকে কষ্ট দিতে?

You might also like!