Country

2 months ago

Kedarnath temple : ২২ এপ্রিল খুলছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট, কেদারনাথ মন্দির উন্মুক্ত হবে ওই মাসের ২৬ তারিখ

Kedarnath temple to open on 26 April

 

দেহরাদূন, ২৭ জানুয়ারি : আগামী ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। ওই মাসের ২৬ তারিখ পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হবে কেদারনাথ মন্দির। শুক্রবার মন্দির কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এদিকে, পুণ্যার্থীদের জন্য আগামী ২৭ এপ্রিল উন্মুক্ত হতে চলছে বদ্রীনাথ মন্দিরের কপাট। ওই দিন সকাল ৭.১০ মিনিটে খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের কপাট।

শুক্রবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি জানিয়েছে, পুণ্যার্থীদের জন্য আগামী ২৭ এপ্রিল উন্মুক্ত হতে চলছে বদ্রীনাথ মন্দিরের কপাট। ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। ওই মাসের ২৬ তারিখ পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হবে কেদারনাথ মন্দির।


You might also like!