দেহরাদূন, ১০ জুলাই : প্রয়াত হয়েছেন কেদারনাথের বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াত। মঙ্গলবার রাতে দেহরাদূনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। উত্তরাখণ্ড বিজেপির মিডিয়া ইন-চার্জ মনবীর চৌহান জানান, কেদারনাথের বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াত মঙ্গলবার রাতে দেহরাদূনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াতের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রয়াত বিধায়ককে বুধবার সকালে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ধামি। তিনি বলেন, "শৈলা রানি রাওয়াত সর্বদা তাঁর নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। যখনই তিনি আমার সঙ্গে দেখা করতেন, তিনি সর্বদা তাঁর অঞ্চলের উন্নয়নের কথা ভাবতেন। এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি এখন আমাদের মধ্যে নেই। আমি ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।"