Country

10 months ago

Amit shah :দেশের মধ্যে দুর্নীতিতে শীর্ষে কেসিআর : অমিত শাহ

Amit shah
Amit shah

 

জনগাঁও (তেলেঙ্গানা), ২০ নভেম্বর  : দেশের মধ্যে দুর্নীতিতে শীর্ষে কেসিআর। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সোমবার তেলেঙ্গানার জনগাঁও-এ এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, "কেসিআর, ওয়াইসি এবং কংগ্রেসের মতো দলগুলি পারিবারিক দল। এগুলো হল ২জি, ৩জি, ৪জি পার্টি। এই দলগুলি পরিচালিত হয় একই পরিবারের ২-প্রজন্ম, ৩-প্রজন্ম এবং ৪-প্রজন্মের দ্বারা!" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "বিজেপি তেলেঙ্গানার জনগণের দল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নতুন সংসদ এবং কর্তব্য পথের মাধ্যমে মোদীজি ঔপনিবেশিক শাসকদের ঐতিহ্যকে ছেড়ে দিয়েছেন।"

অমিত শাহ বলেছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অনগ্রসর শ্রেণী থেকে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনেও আমরা কোটা দিয়ে মাদিগা জাতিকে ন্যায়বিচার দেব। বিজেপি দুর্নীতিবাজদের জেলে পাঠাবে। কেসিআর এবং তাঁর লোকেরা পাসপোর্ট কেলেঙ্কারি, মিয়াপুর জমি কেলেঙ্কারি, আউটার রিং-রোড কেলেঙ্কারি, গ্রানাইট কেলেঙ্কারির মতো একাধিক কেলেঙ্কারিতে জড়িত।" অমিত শাহ আরও বলেছেন, "কৃষকদের বোঝা কমিয়ে, তেলেঙ্গানার বিজেপি সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার জন্য প্রিমিয়াম দেবে। তেলেঙ্গানার মহিলাদের প্রতি বছর বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে ৪টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।"


You might also like!