Country

9 months ago

Weather to be dry in Kashmir: ফেব্রুয়ারিতে পারদ-পতনে রেকর্ড গড়ল কাশ্মীর, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে তুষারপাতের সম্ভাবনা

Kashmir records record mercury fall in February, snowfall likely between February 18-20
Kashmir records record mercury fall in February, snowfall likely between February 18-20

 

শ্রীনগর, ১০ ফেব্রুয়ারি: কনকনে ঠান্ডায় আবারও কাঁপছে ভূস্বর্গ, কাশ্মীর উপত্যকার নানা স্থানে হিমাঙ্কের বেশ কিছুটা নীচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কাশ্মীরে, এই সময়ে কোথাও বৃষ্টি অথবা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। ১৪ ফেব্রুয়ারি আকাশ থাকতে পারে মেঘলা।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের নানা স্থানে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে, সেই সময় হালকা বৃষ্টি ও তুষারপাত হবে বলেই আগাম পূর্বাভাসে জানানো হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে পারদ-পতনে এ বছর রেকর্ড গড়েছে কাশ্মীর। এর আগে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি মাইনাস ৫.৭ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। শ্রীনগরে ১৯৮৫ সালের ৬ ফেব্রুয়ারি সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেই সময় তাপমাত্রা নেমে আসে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে।

You might also like!