শ্রীনগর, ১৯ নভেম্বর: শীতের আগমণের সঙ্গে সঙ্গে তীব্র বিদ্যুত সংকটে অন্ধকারে নিমজ্জিত কাশ্মীর। সর্বাধিক প্রভাবিত হচ্ছে গ্রামীণ এলাকাগুলি। ক্রমবর্ধমান বিদ্যুতের সংকটে কাশ্মীরের মানুষের স্বাভাবিক জনজীবন প্রভাবিত হচ্ছে, উপর্যুপরি লোডশেডিংয়ে অন্ধকারেই কাটছে রাত। বিদ্যুতের চাহিদা ১০০০ মেগাওয়াটে পৌঁছেছে, এর ফলে চাহিদা ও সরবরাহে ব্যাঘাত ঘটছে। কাশ্মীর পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেডের (কেপিডিসিএল) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
কাশ্মীর উপত্যকার কোনও অঞ্চলই এই বিদ্যুৎ সংকট থেকে রেহাই পায়নি, গ্রামীণ এলাকাগুলি সবচেয়ে বেশি ভোগান্তির সম্মুখীন হয়েছে৷ উত্তর ও দক্ষিণ কাশ্মীরের বাসিন্দারা এই দুর্বিষহ পরিস্থিতির কথা জানিয়েছেন। তারিক আহমেদ, মহম্মদ মকবুল, হাকিম আহমেদ প্রমুখরা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ দিনে মাত্র কয়েক ঘণ্টা মিলছে। শীতের শুরুতে এত সীমিত বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।