Country

1 year ago

Karnataka hijab case : আজও কর্ণাটক হিজাব মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Karnataka hijab case
Karnataka hijab case

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : আজ বুধবারও কর্ণাটক হিজাব মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে। বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন বেঞ্চ নবম দিনে এই বিষয়ে শুনানি করবে। গত ২০ সেপ্টেম্বর আবেদনকারীদের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী দুষ্যন্ত দাভে বলেছিলেন, হিজাব মুসলিম মহিলাদের মর্যাদা বাড়ায়। এটি সংবিধানের ১৯ এবং ২১ অনুচ্ছেদের অধীনে একটি সুরক্ষিত অধিকার।

তিনি বলেন, কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বেআইনি। হাইকোর্টের সিদ্ধান্ত ১৪, ১৯,২১ এবং ২৫ ধারা লঙ্ঘন করে। বাধ্যতামূলক ধর্মীয় রীতির ভিত্তিতে জনসমক্ষে হিজাব পরার বৈধতা পরীক্ষা করতে হাইকোর্ট ভুল করেছে। দুষ্যন্ত দাভ বলেন, বিষয়টি কেবল পোশাকের কোডের নয়, এখানে উদ্দেশ্যটি আলাদা। এই ড্রেস কোড আরোপ করে সরকার মুসলিম সম্প্রদায়কে বলতে চায় যে আমরা যা বলব, তোমাদের তাই করতে হবে। হিজাব পড়ে আমরা কারো অনুভূতিতে আঘাত করিনি।

কর্ণাটক সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ২০২১ সালের আগে কোনও মুসলিম মেয়ে হিজাব পরেনি। এমন প্রশ্নও ওঠেনি। সরকার শুধু হিজাব নিষিদ্ধ করেছে বললে ভুল হবে, অন্য সম্প্রদায়ের লোকদেরও গেরুয়া কাপড় পরা থেকে বিরত রাখা হয়েছে।


You might also like!