Country

1 year ago

Hijab case hearing in Supreme Court : আজ সুপ্রিম কোর্টে কর্ণাটক হিজাব মামলার শুনানি

Karnataka hijab case hearing in Supreme Court today
Karnataka hijab case hearing in Supreme Court today

 

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন একটি বেঞ্চ আজ সোমবার কর্ণাটক হিজাব মামলার শুনানি করবে। গত ৮ সেপ্টেম্বর আবেদনকারীর আইনজীবী দেবদত্ত কামাত বলেছিলেন, মৌলিক অধিকারগুলি আইনশৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্যের পরিপন্থী হলেই নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু হিজাবের ক্ষেত্রে তা নয়। দেবদত্ত কামাত যুক্তিতে আদালত জানিয়েছিল, স্কুলের পোশাকের সঙ্গে আদালতের পোশাকের তুলনা করা যাবে না। গতকাল ধাওয়ান পাগড়ির কথা বলেছিলেন, তবে পাগড়িও কোনও ধর্মীয় পোশাক নয়।

বিচারপতি হেমন্ত গুপ্ত বলেছিলেন, রাস্তায় হিজাব পরা নিয়ে কারও কোনও সমস্যা না হলেও, স্কুলে হিজাব পরা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন হল স্কুল প্রশাসন কী ধরনের ব্যবস্থা বজায় রাখতে চায়। কামাত যুক্তি দিয়েছিলেন যে কিছু লোক হিজাব নিয়ে সমস্যায় পড়েছে এবং স্লোগান তুলছে এই ভিত্তিতে স্কুলগুলি শৃঙ্খলা বজায় রাখার কথা উল্লেখ করতে পারে না।

এর আগে ৭ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, পোশাক পরার অধিকার যদি মৌলিক অধিকার হয় তবে পোশাক না পরার অধিকারও হবে মৌলিক অধিকার। শুনানির সময় অ্যাডভোকেট এজাজ মকবুল বলেছিলেন, আমি ২৩টি পিটিশনের মূল পয়েন্টের একটি সংকলন জমা দিয়েছি। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আইনজীবীদের দিয়েছিলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, সমস্যাগুলি ভাগ করে শোনা উচিত।

You might also like!