Country

2 months ago

Bommai on election : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি : বাসভরাজ বোম্মাই

Basavaraj Bommai
Basavaraj Bommai

 

বেঙ্গালুরু, ২৯ মার্চ : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। বুধবারই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কর্ণাটকে এক দফায় ভোট হবে। ভোটগ্রহণ হবে আগামী ১০ মে এবং ওই মাসের ১৩ তারিখ ফল ঘোষণা হবে। এদিন এক সাংবাদিক সম্মেলনে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করেছে। ভোট ১০ মে অনুষ্ঠিত হবে এবং ১৩ মে ফলাফল ঘোষণা করা হবে। বিজেপি সর্বদা প্রস্তুত দল এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।

মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই আরও বলেছেন, আমরা ইতিমধ্যেই আমাদের সমস্ত উন্নয়নমূলক কাজ নিয়ে জনগণের কাছে গিয়েছি... বিজেপির কোনও নেতা কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন না, বরং কর্ণাটক কংগ্রেস সভাপতি আমাদের বিধায়কদের অনুরোধ করছেন কংগ্রেসে যোগ দেওয়ার জন্য।






You might also like!