Country

8 months ago

Karnatak Hizab case, next hearing 12th: কর্ণাটকে হিজাব মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে

Karnatak Hizab case, nxt hearing 12th
Karnatak Hizab case, nxt hearing 12th

 

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : কর্ণাটক হিজাব মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন বেঞ্চ আজকের শুনানি শেষ করেছে। শুনানির সময় আবেদনকারীর পক্ষে উপস্থিত অ্যাডভোকেট দেবদত্ত কামাত বলেন, মৌলিক অধিকারগুলি তখনই নিষিদ্ধ করা যেতে পারে, যখন সেগুলি আইনশৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্যের বিরুদ্ধে, তবে হিজাবের ক্ষেত্রে তা নয়।

শুনানিতে গতকাল ধাওয়ান পাগড়ির কথা উল্লেখ করলে বিচারপতি বলেন, পাগড়িও কোনও ধর্মীয় পোশাক নয়। বিচারপতি হেমন্ত গুপ্তা বলেন, রাস্তায় হিজাব পরলে কারও কোনও সমস্যা নাও হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্কুলে হিজাব পরা নিয়ে। প্রশ্ন হল, স্কুল প্রশাসন কী ধরনের ব্যবস্থা বজায় রাখতে চায়। কামাত যুক্তি দিয়েছিলেন, কিছু লোক হিজাব নিয়ে সমস্যায় পড়েছেন এবং স্লোগান দিচ্ছেন এই ভিত্তিতে স্কুলগুলি শৃঙ্খলা বজায় রাখার কথা উল্লেখ করতে পারে না। এমন পরিবেশ তৈরি করা স্কুলের দায়িত্ব যেখানে আমি স্বাধীনভাবে আমার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারি।

You might also like!