ঝালাওয়ার, ৬ ডিসেম্বর : সেই দিন আর বেশি দূরে নেই, যাঁরা 'মোদী, মোদী' স্লোগান দিচ্ছেন, তাঁরা কিছুদিনের মধ্যেই 'মূল্যবৃদ্ধি, মূল্যবৃদ্ধি' স্লোগান দিতে থাকবেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বললেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। মঙ্গলবার রাজস্থানের ঝালাওয়ারে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কানহাইয়া কুমার বলেছেন, সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলি সরকার উপেক্ষা করছে।
কানহাইয়া কুমারের কথায়, সেই দিন আর বেশি দূরে নয় যখন 'মোদী, মোদী' বলে যাঁরা চিৎকার করছেন তাঁরা 'মেহঙ্গাই, মেহঙ্গাই' (মূল্য বৃদ্ধি) স্লোগান দেবেন। কারণ- কর্মসংস্থান, খাদ্য এবং জলের আসল সমস্যাগুলিকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে। কানহাইয়া কুমার বলেছেন, শিশুরা যখন ভারত জোড়ো যাত্রায় আসে তখন অভিযোগ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী যখন গুজরাটে নির্বাচনী প্রচারের জন্য শিশুদের "ব্যবহার করেন", তখন কোনও ব্যবস্থা নেওয়া হয় না। এদিন রাজস্থানের ঝালাওয়ারে ভারত জোড়ো যাত্রার ফাঁকে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন কানহাইয়া কুমার।