শিমলা, ৬ আগস্ট : দিল্লি থেকে ফিরে হিমাচল প্রদেশের ধস কবলিত এলাকায় গেলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ধস কবলিত এলাকায় গিয়ে মঙ্গলবার কংগ্রেস-শাসিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কুর বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা। মেঘভাঙা বৃষ্টিতে বিদ্ধস্ত হিমাচল। ধস নেমেছে হিমাচল প্রদেশের একাধিক জায়গায়। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে শিমলা, কুল্লু, মানালি, মান্ডি-সহ একাধিক এলাকায়। ধস কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কুর বিরুদ্ধে এদিন তোপ দাগেন কঙ্গনা। তিনি বলেন, হিমাচল প্রদেশের রাজ্য সরকার কী করছে তা সকলের সামনে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে অর্থসাহায্য পাঠানো হচ্ছে, অথচ সেই টাকা মুখ্যমন্ত্রী বিপন্ন মানুষের কাছে পৌছে দিচ্ছেন না বলে অভিযোগ করেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার বলেও দাবি তোলেন কঙ্গনা।