Country

6 months ago

Kangana Ranaut leading: বিপুল ভোটে এগিয়ে কঙ্গনা রানাউত, পিছিয়ে কংগ্রেসের বিক্রমাদিত্য

Kangana Ranaut leads with huge votes, Congress's Vikramaditya lags behind
Kangana Ranaut leads with huge votes, Congress's Vikramaditya lags behind

 

মান্ডি, ৪ জুন: ভোটগণনা শুরু হওয়ার প্রথম এক ঘন্টাতেই এগিয়ে গেলেন কঙ্গনা রানাউত। সকাল ৯টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশের মান্ডি সংসদীয় আসনে ১,২৯৪ ভোটে এগিয়ে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কঙ্গনা রানাউত। এই আসনে কঙ্গনার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিং পিছিয়ে রয়েছেন।

ভোটগণনার সকালে শিমলার জাখু হনুমান মন্দিরে প্রার্থনা করেছেন বিক্রমাদিত্য সিং, সঙ্গে ছিলেন তাঁর মা এবং হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রধান প্রতিভা সিং। বিক্রমাদিত্য বলেছেন, "ফলাফল ভালো হবে, গণনা সবে শুরু হয়েছে...সব ঠিক হয়ে যাবে...এক্সিট পোল মিডিয়া তৈরি করেছে, তাই এর সত্যতা ছিল না, আজকের জনাদেশ হবে ভারতের, হিমাচল প্রদেশের।"

You might also like!