শিমলা, ২৮ সেপ্টেম্বর : প্রাকৃতিক বিপর্যয়ের পর আড়াই মাস হয়ে গিয়েছে, অথচ এখনও স্বাভাবিক হয়নি ঐতিহ্যবাহী কালকা-শিমলা টয় ট্রেন পরিষেবা। তবে, সেপ্টেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে রেল। ঐতিহ্যবাহী কালকা-শিমলা ট্র্যাকে টয় ট্রেন পরিষেবা খুব শীঘ্রই চালু হতে চলেছে। রেল সূত্রের খবর, আগামী কিছু দিনের মধ্যেই কালকা-শিমলা রেলপথে ট্রেন পরিষেবা পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত সোমবার পরীক্ষামূলকভাবে ট্রায়াল সম্পন্ন হয়। আবার মঙ্গলবার কালকা-সিমলা ট্র্যাকে দু'টি ট্রেন চালানো হয়। সব কিছু ঠিকঠাক থাকলে, রেল কর্তৃপক্ষ আশা করছে সেপ্টেম্বর মাসের মধ্যেই শিমলা-কালকা ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। প্রসঙ্গত, প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে বেশ কয়েকটি স্থানে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঐতিহ্যবাহী এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।