ভোপাল, ১০ মে : ভোপালের পন্ত নগর কলোনির কৈলাশ ক্ষেত্রীর বাড়িতে বিপুল অর্থ উদ্ধার করেছে আয়কর দফতর। এই প্রসঙ্গে ডিসিপি ভোপাল জোন-১ প্রিয়াঙ্কা শুক্লা বলেছেন, ৩৮ বছর বয়সী কৈলাশ ক্ষেত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছে৷ কৈলাশ ক্ষেত্রী বলেছেন যে তিনি গত ১৮ বছর ধরে ছেঁড়া নোট বদলানোর কাজ করছেন। তবে এই সংক্রান্ত কোনও নথি তিনি দেখাতে পারেননি।
সূত্রের খবর, তদন্তকারীরা সন্দেহ করছেন, এই বিপুল পরিমাণ টাকা রাজনৈতিক নেতাদের। এও মনে করা হচ্ছে, কালো টাকা সাদা করার কাজ করতেন ওই ব্যক্তি।
উল্লেখ্য, শুক্রবার সকালে ভোপালের পন্ত নগর কলোনির কৈলাশ ক্ষেত্রীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সেখানে ১০ টাকা, ২০ টাকার বান্ডিল যেমন রয়েছে, তেমনই উদ্ধার হয়েছে ২০০, ৫০০ টাকার নোটের বান্ডিলও। বিপুল পরিমাণ টাকা গোনার কাজ এখনও চলছে।