নয়াদিল্লি, ১০ আগস্ট : আবগারি দুর্নীতি মামলায় জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। কে। আগামী সোমবার, ১২ আগস্ট কে কবিতার জামিনের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। আবগারি দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। এই মামলায় বহু দিন ধরেই দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে কে কবিতা। সম্প্রতি কে কবিতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কবিতা। আগামী ১২ আগস্ট তাঁর সেই আবেদনের শুনানি হবে।