Country

9 months ago

Jyotiraditya scindia at a programme in Delhi : দেশের অসামরিক বিমান সেক্টর দৃষ্টান্তমূলক বিপ্লবের সাক্ষী : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jyotiraditya scindia at a programme in delhi
Jyotiraditya scindia at a programme in delhi

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : দেশের অসামরিক বিমান সেক্টর বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, বিমানের বহরের ক্ষেত্রে দৃষ্টান্ত বিপ্লবের সাক্ষী হচ্ছে। মঙ্গলবার এমনটাই বললেন কেন্দ্রীয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, বর্তমানে ভারতের বিমান চলাচল প্রাক-কোভিড স্তরে পৌঁছেছে এবং ভারতীয় রেলের সঙ্গে প্রতিযোগিতাও করছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মঙ্গলবার নতুন দিল্লিতে আয়োজিত 'পরবর্তী দশকে বৃদ্ধির জন্য রোডম্যাপ' শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন। তিনি বলেছেন, আকাসা এয়ারলাইন্সের আগমণ এবং জেট এয়ারওয়েজের প্রত্যাশিত পুনর্গঠনের সঙ্গে এভিয়েশন সেক্টর এই অর্থবছরে অভূতপূর্ব বৃদ্ধির মাইলফলক স্পর্শ করতে চলেছে।

You might also like!