দেহরাদূন, ১১ এপ্রিল : আর মাত্র কিছু দিন পর শুরু হতে চলেছে এই বছরের চারধাম যাত্রা, ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ বলেছেন, "আমরা চারধাম যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। শ্রী যমুনোত্রী এবং শ্রী গঙ্গোত্রী ধামের দরজা খোলার সঙ্গে সঙ্গে, চারধাম যাত্রা আনুষ্ঠানিকভাবে ৩০ এপ্রিল থেকে শুরু হবে।"
উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ আরও বলেছেন, "শ্রী কেদারনাথ ধামের দরজা ২ মে এবং শ্রী বদ্রীনাথ ধামের দরজা ৪ মে খোলা হবে। হেমকুণ্ড সাহেবের দরজা ২৫ মে তারিখে ভক্তদের জন্য খোলা হবে। সরকার ২০২৫ সালের চারধাম যাত্রা সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।"