মোহালি, ৫ সেপ্টেম্বর : মেলায় ‘জয়রাইড’ ভেঙে গিয়ে বিপত্তি পঞ্জাবের মোহালিতে। রবিবার রাতের এই দুর্ঘটনায় শিশু-সহ ১৬ জন আহত হয়েছেন। জয়রাইড চলাকালীন আচমকা সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে অনেকে চিৎকার করেন। মোহালির দশেরা ময়দানে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। শিশু-সহ প্রায় ১০-১৬ জন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলায় রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জয়রাইডের মালিক ও আয়োজকদের বিরুদ্ধে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। সকলেই রাত থেকে পলাতক। মোহালির ফেস ৮ থানার স্টেশন হাউস অফিসার রাজেশ জানিয়েছেন, ভারতীয় দন্ডবিধির ৩২৩, ৩৪১, ৩৩৭ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। সকলকে রাত থেকে খুঁজছে পুলিশ। ডিএসপি হরসিমরন সিং বলেছেন, ‘‘অনুমতি নিয়ে উদ্যোক্তারা মেলার আয়োজন করেছিলেন। কোনও গাফিলতি থাকলে বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।’’