Country

2 weeks ago

Champai Soren:৩০ আগস্ট বিজেপিতে যোগ দিচ্ছেন, ফের জানালেন চম্পই সোরেন

Champai Soren
Champai Soren

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট : তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিজের মুখেই জানালেন। মঙ্গলবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন জানিয়েছেন, তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন। আর এই যোগদান অনুষ্ঠান হবে আগামী ৩০ আগস্ট।

বিজেপিতেই যোগ দিচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। স্থির হয়ে গিয়েছে দিনক্ষণও। শুক্রবার (৩০ আগস্ট) রাঁচিতে আনুষ্ঠানিক ভাবে পদ্মশিবিরে যোগ দেবেন তিনি। সোমবার রাতে এমনই দাবি করেছিলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। আর মঙ্গলবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চম্পই সোরেন জানিয়েছেন, "১৮ আগস্ট যখন আমি এসেছিলাম, তখন আমি নিজের অবস্থান স্পষ্ট করেছিলাম, প্রথমে ভেবেছিলাম রাজনীতি থেকে অবসর নেব। কিন্তু তারপর জনসমর্থনের কারণে আমি সিদ্ধান্ত নিলাম না। আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" ৩০ আগস্ট তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "হ্যাঁ"।

You might also like!