Country

2 months ago

lalu prasad :জমির বিনিময়ে চাকরি মামলা : লালু, রাবড়ি দেবী ও মিসা ভারতী-সহ অন্যরা পেয়ে গেলেন জামিন

lalu prasad
lalu prasad

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : জমির বিনিময়ে চাকরি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদব। শুধু প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদই নন, স্বস্তি পেয়েছেন তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের মেয়ে ও আরজেডি সাংসদ মিসা ভারতী ও অন্যান্য অভিযুক্তরা। বুধবার দিল্লির আদালত লালু, রাবড়ি দেবী ও মিসা ভারতী-সহ অন্যান্য অভিযুক্তদের জামিন প্রদান করেছে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড অথবা সমপরিমাণ নিশ্চয়তায় সকলের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সশরীরে হাজিরা দেন লালু, রাবড়ি দেবী ও মিসা ভারতী। লালুদের আবেদন মঞ্জুর করে সকলকে জামিন প্রদান করেছে আদালত। আদালত উল্লেখ করেছে, গ্রেফতার ছাড়াই চার্জশিট দাখিল করেছে সিবিআই। প্রসঙ্গত, সিবিআই-এর পাশাপাশি জমির বিনিময়ে চাকরি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।


You might also like!