Country 6 months ago

Jharkhand cm Hemant Soren wins majority test : ঝাড়খণ্ডের আস্থাভোটে জয় হেমন্তের

Jharkhand cm Hemant Soren wins majority test

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজিমাত করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন! সোমবার আস্থা ভোটে জয়ী হলেন সোরেন। বিধানসভা থেকে ‘ওয়াক আউট’ করে বিজেপি। পদ্মশিবিরকে নিশানা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমরা শুনেছি লোকে জামাকাপড় কেনে, রেশন কেনে। বিজেপি শুধু মাত্র বিধায়ক কেনে।’’

সম্প্রতি খনি লিজ ‘দুর্নীতি’তে নাম জড়িয়েছে হেমন্তের। এই মামলায় সোরেনকে দোষী সাব্যস্ত করে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে বিজেপি। বিধায়ক পদ বাতিল হলে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে পারেন সোরেন। এ নিয়ে নিজেদের সিদ্ধান্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাসকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।ওই খামবন্দি চিঠি রাজ্যপাল খোলেননি, এ নিয়ে চক্রান্তের অভিযোগ করেছেন সোরেনরা। তাঁদের অভিযোগ,জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। এই অভিযোগের আবহেই সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোট করা হয়।

বিজেপিকে কটাক্ষ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘‘আমাকে সরাতে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে বিজেপি। তবে ওরা নিজেরাই সেই জালে আটকে পড়বে।’’ প্রসঙ্গত, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় শাসক জোটের বিধায়ক সংখ্যা ৪৯। একক বৃহত্তম দল হিসাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) হাতে রয়েছে ৩০ জন বিধায়ক। সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা ২৬।

You might also like!