Country

8 months ago

জগন্নাথ মন্দিরে পূজার্চনা নাড্ডা ও প্রধানের, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দিনের শুরু

J P Nadda at Puri
J P Nadda at Puri

 


পুরী, ৩০ সেপ্টেম্বর : পুরীর জগন্নাথ মন্দিরে পূজার্চনা করে দিনের শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। একইভাবে দিনের শুরু করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

উভয়ে মন্দির পরিদর্শনের পর পূজার্চনাও করেছেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দিনের শুরু করেছেন নাড্ডা ও ধর্মেন্দ্র প্রধান। পূজার্চনার পর বেশ কিছু সময় জগন্নাথ মন্দিরে কাটানোর পর উভয়ে রওনা দেন। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এখন ওডিশা সফরে রয়েছেন, সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান।


You might also like!