Country

6 months ago

JEE Advanced 2022 result announced : জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল ঘোষণা, ওয়েবসাইটেে জানা যাচ্ছে রেজাল্ট

JEE Advanced 2022 result announced

 

মুম্বই, ১১ সেপ্টেম্বর : জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল ঘোষণা হল। রবিবার ফল ঘোষণা করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে। সকাল ১০টায় ফল ঘোষণা হয়েছে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

২৮ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় ১ লাখ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি এবং অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে।


You might also like!