Country

3 weeks ago

Shagun Parihar:জম্মু ও কাশ্মীর শীঘ্রই সন্ত্রাসমুক্ত হবে : শগুন পারিহার

Shagun Parihar
Shagun Parihar

 

কিশতওয়ার, ১৮ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর শীঘ্রই সন্ত্রাসমুক্ত হবে এবং বিধানসভা ভোটে বিজেপিই জিতবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কিশতওয়ার বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শগুন পারিহার। একইসঙ্গে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স-কে আক্রমণ করেছেন তিনি।

বুধবার সকালে নিজের ভোট দেওয়ার পর কিশতওয়ার থেকে বিজেপি প্রার্থী শগুন পারিহার বলেছেন, "জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন করবে। জম্মু ও কাশ্মীরের মানুষ শান্তি চায়, বিজেপি অবশ্যই জিতবে। সন্ত্রাসবাদ একটি বিশাল সমস্যা৷ বিজেপি সন্ত্রাসবাদকে অনেকাংশে কমিয়েছে, কিন্তু পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স সর্বদাই সমাজকে ভেঙে ফেলার চেষ্টা করেছে... জম্মু ও কাশ্মীর শীঘ্রই সন্ত্রাসমুক্ত হবেম"


You might also like!