Country

2 weeks ago

Farooq Abdullah: জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের মর্যাদা পাবে, তাতে কোনও সন্দেহ নেই : ফারুক আব্দুল্লাহ

Farooq Abdullah
Farooq Abdullah

 

জম্মু, ১৬ নভেম্বর : জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের মর্যাদা পাবে, আর তা নিয়ে আশাবাদী ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। শনিবার জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের মর্যাদা পাবে, তাতে কোনও সন্দেহ নেই। ফারুকের কথায়, নতুন সরকার গঠনের পর কত দিন অতিবাহিত হয়েছে? কত সপ্তাহ? আকাশ থেকে কি রাজ্যের মর্যাদা আসবে? জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের মর্যাদা পাবে, তাতে কোনও সন্দেহ নেই।

'কাটোগে তো বাটেঙ্গে' স্লোগান প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ বলেন, "এর মানে কী? এই স্লোগানটা কী? আমি বুঝতে পারছি না এর মানে কী। 'কাটোগে তো বাটেঙ্গে' মানে কী? আমি জানি না। ভারত কি এক নয়? ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। ভারত শক্তিশালী হবে যখন বৈচিত্র্য শক্তিশালী হবে।"


You might also like!