Country

2 weeks ago

JP Nadda: জম্মু ও কাশ্মীর হয়ে উঠেছে ভারতের জ্ঞানের কেন্দ্র : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জম্মু ও কাশ্মীর হয়ে উঠেছে ভারতের জ্ঞানের কেন্দ্র, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে নাড্ডা বলেছেন, ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীর ভারতের প্রধান প্রতিষ্ঠানগুলির জন্য একটি জায়গা হয়ে উঠেছে, এইমস থেকে আইআইটি পর্যন্ত। জম্মু ও কাশ্মীর হয়ে উঠছে ভারতের নলেজ হাব। এটিই রাজ্যকে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর উপহার।

নাড্ডা আরও বলেছেন, জম্মু ও কাশ্মীরের যুব সমাজ সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করেছে। এটি একটি বিশাল পরিবর্তন। ৩৭০ ধারা বাতিলের আগে এখানে প্রায় ৩০০-৪০০ সন্ত্রাস‍বাদীর জন্ম হয়েছিল এবং তাদের সন্ত্রাস‍বাদী ঘোষণা করা হয়েছিল এবং এখন এই সংখ্যা মাত্র ৪। নাড্ডা আরও বলেছেন, এই প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পাক অধিকৃত কাশ্মীর, জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিরা বিধানসভায় বসবেন। এটিই প্রথম বিধানসভা নির্বাচন যেখানে কাশ্মীরি অভিবাসীদের মনোনীত সদস্যরা বিধানসভায় বসবেন। কংগ্রেস এবং এনসি জম্মুর সর্বনাশ করেছে, এখানকার মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং উন্নয়ন স্তব্ধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি জম্মুকে উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন এবং মূলধারার সঙ্গে যুক্ত করেছেন।"

You might also like!