Country 5 months ago

S Jaysankar : ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, রোডম্যাপ ২০৩০ নিয়ে উভয়ের মতবিনিময়

S Jaysankar

 

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর : নিউইয়র্কে ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লিভারলির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, পরে জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, রোডম্যাপ ২০৩০ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ইন্দো-প্যাসিফিক, ইউক্রেন এবং ইউএনএসসি বিষয়গুলি নিয়েও তাঁরা মতবিনিময় করেছেন।

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৩.৫৪ মিনিট নাগাদ টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লিভারলির সঙ্গে সাক্ষাৎ করেছি। রোডম্যাপ ২০৩০ নিয়ে আলোচনা হয়েছে, আমাদের অংশীদারিত্ব আরও নিবিড় করার লক্ষ্যে কথা হয়েছে। এছাড়াও ইন্দো-প্যাসিফিক, ইউক্রেন এবং ইউএনএসসি বিষয়গুলি নিয়েও কথা হয়েছে।


You might also like!