Country

2 weeks ago

S Jaishankar:হায়দরাবাদ হাউসে মিলিত জয়শঙ্কর ও পেনি, দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা উভয়ের

S Jaishankar And  Penny Wong
S Jaishankar And Penny Wong

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর : ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পেনি ওয়ং মঙ্গলবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে 'বিদেশমন্ত্রী পর্যায়ের রূপরেখা সংক্রান্ত চতুর্দশ আলোচনা-য় অংশ নেন। দু’দেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরের বিষয়গুলি নিয়ে প্রধানত তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে। হায়দরাবাদ হাউসে পেনি ওয়ং-এর সঙ্গে বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স মাধ্যমে জানান, "আমাদের বিদেশমন্ত্রীর ফ্রেমওয়ার্ক সংলাপ আমাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে।"

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পেনি ওয়ং এদিন বলেছেন, "আমরা (ভারত-অস্ট্রেলিয়া) অনেক কিছু নিজেদের মধ্যে ভাগ করি। আমরা একটি সমৃদ্ধ ইতিহাস ভাগ করি। আমরা উভয়েই আমাদের গণতান্ত্রিক ঐতিহ্যকে মূল্যায়ন করি। আমরা দুই দেশই আমাদের ক্রীড়া পরম্পরাকে ভালোবাসি। কিন্তু আমি মনে করি, তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারি যে আমরা একে অপরের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়, এটি এই অঞ্চলে আমাদের একসঙ্গে কাজ করার একটি বিষয়। আপনি যেমন বলেছেন, দ্বিপাক্ষিকভাবে হোক বা কোয়াডের মাধ্যমে অথবা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে, আমরা জানি যে এই অংশীদারিত্ব এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য।"


You might also like!