Country

2 weeks ago

Jagannath Temple Restrictions: জগন্নাথ মন্দিরে আর নয় পান- গুটকা! মন্দির পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবার কড়া কর্তৃপক্ষ

Jagannath Temple (Puri)
Jagannath Temple (Puri)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুরীর মন্দির পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। পুরীর মন্দিরের ভিতরে নিষিদ্ধ করা হল পান ও গুটকা সেবন। এই নিয়ম ভাঙলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে এই নিয়ম যা ঘোষণা করেছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। 

টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস বলেন, 'কেবলমাত্র দর্শনার্থীদের জন্যই নয়, সেবায়েতদের জন্যও পুরীর মন্দিরের ভিতর এই নিয়ম জারি থাকবে। কেই কোনওরকম পান, গুটকা জাতীয় জিনিস সেবন করতে পারবেন না ১২ শতাব্দির এই মন্দিরের ভিতর।' মুখ্য প্রশাসকের সংযোজন, 'নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে মন্দির চত্বরে একটি সচেতনতামূলক প্রচার করা হবে। পান, গুটকা সেবন কেন অনুচিত তা নিয়ে ভক্ত এবং সেবায়েতদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে। এরপর ১ জানুয়ারি থেকে নিয়ম জারি হবে। সর্বোপরি, নির্দেশিকা অমান্য হলে কড়া ফাইন নেওয়া হবে।'

You might also like!