Country

2 weeks ago

J P Nadda : মধ্যপ্রদেশ এখন আর বীমারু রাজ্য নয়, উন্নয়নের পথে এগিয়ে চলেছে : জে পি নাড্ডা

J P Nadda (File picture)
J P Nadda (File picture)

 

রতলাম, ১৪ নভেম্বর : মধ্যপ্রদেশ এখন আর বীমারু রাজ্য নয়, বরং উন্নয়নশীল রাজ্যে উন্নীত হয়েছে এবং উন্নয়নের পথে এগিয়ে চলেছে। খুশি ব্যক্ত করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার মধ্যপ্রদেশের রতলাম জেলার আলোট বিধানসভা এলাকায় আয়োজিত এক জনসভায় নাড্ডা বলেছেন, আগামী ১৭ নভেম্বর আপনারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তা শুধুমাত্র বিধায়ক বানানোর জন্য নয়, আপনাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। নাড্ডা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমাদের বিজেপি সরকার এখানে (মধ্যপ্রদেশ) নীতিগত পরিবর্তন এনে তৃণমূলস্তরে কাজ করেছে।"

নাড্ডা এদিন জোর দিয়ে বলেছেন, "আপনারা কংগ্রেসকে ভালো করে চিনে নিন, তাঁরা নতুন আঙ্গিকে আসে। কংগ্রেস মানে দুর্নীতি, অসদাচরণ, ব্যভিচার, উন্নয়নহীন সমাজ, ধ্বংসাত্মক নীতি এবং স্বজনপ্রীতি। যেখানে বিজেপি মানে উন্নয়ন, প্রগতি, জনগণের সরকার, উপকারী সরকার।" নাড্ডা আরও বলেছেন, "কংগ্রেস অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, সাবমেরিন কেলেঙ্কারি, চাল কেলেঙ্কারি করেছে। কংগ্রেসের একটা মডেল রয়েছে - সেটা হল নিখোঁজ মডেল। রাস্তা নিখোঁজ, বিদ্যুৎ নিখোঁজ, আবাসন প্রকল্প নিখোঁজ, প্রতিটি ঘরে ঘরে জল ও উন্নয়ন সম্পূর্ণ অনুপস্থিত।"

You might also like!