Country 6 months ago

J P Nadda : কৃষকদের কষ্ট বুঝে তা কমানোর চেষ্টা করেছে শুধুমাত্র বিজেপি : জে পি নাড্ডা

J P nadda

 

গান্ধীনগর, ২০ সেপ্টেম্বর : কৃষকদের কষ্ট বুঝে তাঁদের কষ্ট কমানোর জন্য কাজ করেছে শুধুমাত্র বিজেপি। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার সকালে গুজরাটের গান্ধীনগরে, নমো কিষাণ পঞ্চায়েত কর্মসূচির জন্য ই-বাইকের সূচনা করার পর নাড্ডা বলেছেন, "কিছু মানুষ আছেন যারা সব সময় কৃষকদের নামে রাজনীতি করে আসছে। কিন্তু, বিজেপি কৃষকদের কষ্ট লাঘব করতে কাজ করেছে৷ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, শুধুমাত্র বিজেপি নেতারাই জনসাধারণের মধ্যে গিয়ে বলতে পারেন যে তাঁরা মানুষের জন্য কাজ করেছেন।"

নাড্ডা এদিন সবুজ পতাকা নেড়ে নমো কিষাণ পঞ্চায়েত কর্মসূচির জন্য ই-বাইকের সূচনা করেছেন। পরে তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষকে ৫ কেজি গম, ৫ কেজি চাল এবং ডাল দিয়ে দরিদ্র মানুষকে শক্তিশালী করার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।" নাড্ডা আরও বলেছেন, "কৃষকদের কথা কেউ ভাবেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬ হাজার টাকা পাঠানোর কাজ করেছেন।"


You might also like!