দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকর্মীদের অফিসে যোগ দেওয়ার ডেডলাইন দিল টিসিএস। মার্চ মাস শেষ হওয়ার আগে সব কর্মীকে অফিসে যোগ দিতে হবে, জানিয়ে দিল টাটা কনসালটেন্সি।
মঙ্গলবার শেয়ার বাজারে টিসিএসের বাজারদর ৪.০৫ শতাংশ বেড়েছে। যা সর্বকালীন রেকর্ড। এরপরই টিসিএসের মার্কেট ক্যাপিটালাইজেশনও হয়েছে ১৫ লক্ষ কোটি। তাই হাই ব্রিড মডেল থেকে বেরিয়ে ফের অফিস থেকে কাজের পরিবেশ তৈরি করাই লক্ষ্য টিসিএসের। টিসিএস-এর COO জানিয়েছেন, যে সব কর্মচারী অফিসে যোগ দিতে পারবেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কর্তৃপক্ষ। কোভিড অতিমারীর আগে যেভাবে অফিস চলত, সেভাবেই কাজ হবে। কর্মচারীদের জানিয়ে দিয়েছে টিসিএস।
২০২০ সালে কোভিডের সময় প্রাথমিকভাবে এক তৃতীয়াংশ কর্মচারীকে ওয়ার্ক ফর্ম হোম দেওয়া হয়। শর্তসাপেক্ষে বলা হয়, ২০২৫ সাল পর্যন্ত কিছু কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম থাকবে।