গুয়াহাটি, ২০ মে : অসমের পুলিশ-প্রধান (ডিজিপি) পদে স্থায়ী নিযুক্তি পেলেন স্পেশাল ডিজিপি হরমিত সিং। আজ মঙ্গলবার রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ১৯৯২ ব্যাচের আইপিএস হরমিত সিংকে নতুন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) হিসেবে নিয়োগ করেছে। হরমিত সিং-এর বেতন ম্যাট্রিক্সের ১৭ নম্বর স্তরে সর্বোচ্চ স্কেলে উন্নীতকরণ তাঁর দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রাজ্যের গৃহ (ক) বিভাগের কমিশনার-সচিব।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ জানুয়ারি অসমের পুলিশ-প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আসাম-মেঘালয় ১৯৯১ ব্যাচের আইপিএস জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে (জিপি সিং)। পদোন্নতি পেয়ে জিপি সিং এখন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে অসম থেকে অব্যাহতি দিয়ে স্পেশাল ডিজিপি হরমিত সিংকে নিয়মিত নিয়োগ না দেওয়া পর্যন্ত তাঁর বিদ্যমান দায়িত্বের পাশাপাশি অস্থায়ীভাবে ডিজিপির দায়িত্ব পালন করতে বলেছিল রাজ্যের গৃহ দফতর। আজ তাঁকে অসমের ডিজিপি পদে স্থায়ীভাবে নিযুক্ত করল রাজ্য সরকার।
প্ৰসঙ্গত, ডিজিপি পদে নিযুক্ত হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত হরমিত সিং হেডকোয়ার্টার এবং বর্ডার স্পেশাল ডিজিপি, সিভিল ডিফেন্সের ডিজি, হোম গার্ডের কমান্ড্যান্ট জেনারেল এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ডিরেক্টর ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজের প্রাক্তন ছাত্র এবং ইতিহাসে বিএ (অনার্স) ডিগ্রি অর্জনকারী হরমিত সিং চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর শিক্ষাগত পটভূমি, বিস্তৃত ক্ষেত্রের অভিজ্ঞতার সাথে তিনি সামাজিক-রাজনৈতিক গতিশীলতার ওপর সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি প্রদানকারী বলে মনে করা হয়।
তাঁর উল্লেখযোগ্য কর্মজীবনের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ দমন, সংঘাত সমাধান, সাইবার নিরাপত্তা, উগ্রবাদমুক্তকরণ, শিশু সুরক্ষা এবং জরুরি প্রতিক্রিয়ার মতো ক্ষেত্রে বিশেষজ্ঞতা। তিনি প্রযুক্তি-সক্ষম পুলিশিংকে সমর্থন করা এবং স্মার্ট গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সুসজ্জিত সেবার রেকর্ডে অসংখ্য জাতীয় সম্মাননা রয়েছে যেমন বীরত্বের জন্য পুলিশ পদক, বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক, মেধাবী সেবার জন্য ভারতীয় পুলিশ পদক, অতি উৎকৃষ্ট সেবা পদক, আন্তরিক সেবা সুরক্ষা পদক, কাঠিন সেবা (বিশেষ দায়িত্ব) পদক এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য পুলিশ আন্তরিক সুরক্ষা সেবা পদক।