Country

11 months ago

Madhya Pradesh:বিজ্ঞানে মহিলাদের অংশগ্রহণের আন্তর্জাতিক দিবস উদযাপন মধ্যপ্রদেশে

International Day of Women in Science celebrated in Madhya Pradesh
International Day of Women in Science celebrated in Madhya Pradesh

 

ভোপাল, ১২ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে বিজ্ঞানে মহিলাদের অংশগ্রহণের আন্তর্জাতিক দিবস সোমবার পালিত হবে। ভোপালের কুশাভাউ ঠাকরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোমবার দুপুর ১টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভাষণ দেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই অনুষ্ঠানে এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) ক্ষেত্রে দক্ষ মহিলাদের সম্মানিত করা হবে। সেইসঙ্গে কর্মসংস্থান মেলায় নির্বাচিত মহিলা প্রার্থীদের অফার লেটার বিতরণ করা হবে।এই তথ্য সোমবার জনসংযোগ আধিকারিক রাজেশ পান্ডে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মধ্যপ্রদেশের কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা ও আয়ুষ মন্ত্রী ইন্দর সিং পারমার এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) গৌতম টেটওয়াল।

You might also like!