Country

6 months ago

ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি আধুনিক উদ্যোগ ও ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে ৫জি : রাজনাথ সিং

ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি আধুনিক উদ্যোগ ও ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে ৫জি : রাজনাথ সিং

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি আধুনিক উদ্যোগ ও ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে ৫জি পরিষেবা। দেশে ৫জি পরিষেবার সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এমনই টুইট করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার টুইট রাজনাথ সিং লিখেছেন, লখনউ সহ দেশের অনেক মেট্রো শহরে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে শুধুমাত্র ইন্টারনেটের গতি বহুগুণ বৃদ্ধিই হবে না, বরং নতুন আধুনিক উদ্যোগ এবং ব্যবসার অগ্রগতিও বাড়িয়ে তুলবে। দেশে ৫জি-এর মতো নতুন যুগের প্রযুক্তি চালু করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।ভারতে ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ষষ্ঠ সংস্করণের উদ্বোধন ও ফাইভ-জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। প্রাথমিক ভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে ফাইভ-জি পরিষেবা।

You might also like!