Country 6 months ago

Inquiry report on Cyrus Mistry's death : গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে সাইরাস মিস্ত্রির মৃত্যু: তদন্ত রিপোর্ট

Inquiry report on Cyrus Mistry's death

 

মুম্বই, ১৭ সেপ্টেম্বর : গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি-র মৃত্যু হয়েছে বলে তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে। সম্প্রতি মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ঘটনার তদন্তে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন তদন্তকারী কমিটি জানিয়েছে, গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়েছে। তদন্ত কমিটি এই রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ৪ সেপ্টেম্বর পালঘর জেলায় সড়ক দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এ জন্য গঠিত কমিটির অংশ থাকা এনজিও সেভ লাইফ ফাউন্ডেশনের প্রধান বলেন, সাইরাস মিস্ত্রির গাড়ির গতি ঘটনাস্থলেই ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার সীমা ছাড়িয়েছিল এবং বাম দিক থেকে ওভারটেক করার সম্ভাবনা ছিল। বলা হয়েছে, গতি প্রতি ঘণ্টায় নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল। মহারাষ্ট্র পুলিশকে মার্সিডিজ কোম্পানির দেওয়া রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার পাঁচ সেকেন্ড আগে চালক অনাহিতা পান্ডল ব্রেক চেপেছিলেন, কিন্তু এর ফলে গাড়ির গতি কমিয়ে ঘণ্টায় ৮৯ কিলোমিটার হয়ে যায়। হঠাৎ গতি কমে যাওয়ায় গাড়িটি ৩৫ ডিগ্রি কোণে ঘুরে গেলে দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও, হাইওয়েতে একটি দ্রুতগতির গাড়িতে ভ্রমণ করার সময় সাইরাস মিস্ত্রি তার সিট বেল্ট বাঁধেননি। এই ভুলটাই ছিল সাইরাস মিস্ত্রির আকস্মিক মৃত্যুর মূল কারণ। এই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!