Country

1 week ago

Tripura CM Dr Manik Saha: বইয়ের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে চিল্ড্রেন লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে : মুখ্যমন্ত্রী

Tripura CM Dr Manik Saha
Tripura CM Dr Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শিশুদের জ্ঞান অর্জনে চিলড্রেন লাইব্রেরির কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শিশুদের জ্ঞানের বিকাশে চিলড্রেন লাইব্রেরির উপকারিতা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রবিবার ১৩ প্রতাপগড় মন্ডল আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে নলেজ বা জ্ঞান ছাড়া কিছুই হবে না।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান। এদিন ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে ৩৯ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে ১৩ প্রতাপগড় মন্ডলের সকল কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আলোচ্য বিষয়গুলি তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন চিলড্রেন লাইব্রেরির উপর। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময়ে লাইব্রেরিগুলিতে পাঠকদের উপস্থিতি পরিলক্ষিত হত। এখন মানুষ লাইব্রেরিতে যেতেই চান না। অতীতের স্মৃতি রোমন্থন করে মুখ্যমন্ত্রী বলেন, আগে প্রতি রবিবার রাজধানীর বীরচন্দ্র সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে নতুন বইয়ের জন্য পাঠকদের লাইন পড়ত।

তিনি বলেন, বইয়ের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে আমাদের এই ধরনের চিল্ড্রেন লাইব্রেরি গড়ে তোলার ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিন আজকের শিশুদের হাতে দেশ পরিচালিত হবে। তাই আজকের শিশুদের মধ্যে জ্ঞান থাকতে হবে। নলেজ বা জ্ঞান ছাড়া কিছুই হবে না বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, সাংগঠনিক কাজকর্ম বাদেও বিজেপি কর্মকর্তাদের আরো অনেক কাজ করার রয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ের উপর মন কি বাত অনুষ্ঠানে আলোচনা করেছেন। এই সমস্ত আলোচনাগুলি মেনেই বিজেপি কর্মকর্তাদের চলতে হবে বলে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এই মন কি বাত অনুষ্ঠানে ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।


You might also like!