Country

4 weeks ago

JP Nadda: ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   কংগ্রেস, আরজেডি ও জেএমএম-এ একযোগে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ঝাড়খণ্ডের পালামুর বিশ্রামপুর বিধানসভা কেন্দ্র এলাকায় এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেছেন, "কংগ্রেস, আরজেডি, জেএমএম সরকার ভোটের স্বার্থে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হবে।"

জে পি নাড্ডা আরও বলেছেন, "গোগো দিদি স্কিমের অধীনে, প্রত্যেক মহিলা প্রতি মাসে ২,১০০ টাকা পাবেন। লক্ষ্মী জোহর প্রকল্পের অধীনে, গ্যাস সিলিন্ডার ৫০০ টাকায় পাওয়া যাবে এবং বছরে দু'টি সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যাবে। পাঁচ বছরের মধ্যে ২ লক্ষ ৮৭ হাজার যুবককে সরকারি চাকরি দেওয়া হবে এবং ৫ লক্ষ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

You might also like!