নয়াদিল্লি, ৮ আগস্ট : কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার তাঁর বাসভবনে ঝাড়খণ্ডের কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন। ঝাড়খণ্ডের নেতাদের সঙ্গে দেখা করার পরে খাড়গে সোশ্যাল মিডিয়ায় সেই বৈঠকের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, আজ ঝাড়খণ্ডের কংগ্রেস নেতাদের সাথে বৈঠক হয়, সেখানে আলোচনা হয়েছে যে আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনে আমরা আরও বেশি করে জনগণের কাছে যাব এবং সংগঠনকে শক্তিশালী করব। রাজ্যে আবারও ইন্ডি জোটেরই সরকার গঠন হবে। ঝাড়খণ্ডের মানুষের জল, জমি, বনাঞ্চল এবং জনজাতিদের ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণ করাই আমাদের প্রধান লক্ষ্য।