নয়াদিল্লি, ২৭ নভেম্বর : সংসদের শীতকালীন অধিবেশনে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে বুধবার বৈঠকে বসলেন ইন্ডি জোটের নেতারা। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে এই বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
এছাড়াও কংগ্রেসের তরুণ গগৈ, শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সঞ্জয় রাউত, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, কংগ্রেসের জয়রাম রমেশ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে সংসদ অধিবেশনে উত্থাপিত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।