নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, ইন্ডি জোটের কোনও মিশন অথবা কোনও দৃষ্টিভঙ্গি নেই। সোমবার শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "এই জোট বিভ্রান্তি ও বিভাজনের জোট। ইন্ডি জোটে কোনও মিল নেই, কোনও মিশন অথবা ভিশন নেই।"
শেহজাদ আরও বলেছেন, "আর তাই একদিকে কংগ্রেস বলছে অরবিন্দ কেজরিওয়াল যা বলেছেন তা একটি নাটক, সন্দীপ দীক্ষিত এবং অন্যান্য নেতারা এএপি এবং অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলেছেন এবং ফারুক আবদুল্লাহ, যিনি জোটের অংশীদার এই পদক্ষেপকে উদযাপন করছেন।"