Country

2 weeks ago

Narendra Modi : গায়ানায় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ হচ্ছে: নরেন্দ্র মোদী

Narendra Mod
Narendra Mod

 

জর্জটাউন, ২২ নভেম্বর : ভারত-গায়ানা সাংস্কৃতিক সম্পর্কে গভীরতার জন্য স্বামী অক্ষরানন্দজীর কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী বলেন, গায়ানায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, গায়ানায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে। আমার সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শনের সৌভাগ্য হয়েছে। এটি এমন একটি স্থান যেটি সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের সেতুবন্ধনে প্রথম সারিতে রয়েছে। এই স্কুলের সঙ্গে যুক্ত সকলের কাজের আমি প্রশংসা করছি। সেইসঙ্গে ভারত-গায়ানা সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দের প্রয়াস বিশেষ প্রশংসনীয়।


You might also like!