Country

3 weeks ago

India to celebrate national space day:২৩ আগস্ট প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করবে ভারত, মূল অনুষ্ঠান দিল্লিতে

India to celebrate national space day
India to celebrate national space day

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : আগামী ২৩ আগস্ট প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপন করবে ভারত। জাতীয় মহাকাশ দিবসের মূল অনুষ্ঠান হবে জাতীয় রাজধানী দিল্লিতে। ২২ ও ২৩ আগস্ট এই দু'দিন ধরে হবে মূল অনুষ্ঠান। মহাকাশে ভারতের উল্লেখযোগ্য সাফল্য, সমাজের জন্য উপকারিতা প্রভৃতি বিষয়ে দু'দিন ধরে অনুষ্ঠান হবে।

গত বছরের ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে নেমেছিল ভারতের চন্দ্রযান-৩। ২৩ আগস্ট চন্দ্রযান-৩-এর অবতরণের দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া, চাঁদে যেখানে ল্যান্ডার প্রথম পা রেখেছিল, সেই স্থানটির নামকরণ করা হয় ‘শিবশক্তি’।

You might also like!